প্রিন্টার কিনার ক্ষেত্রে বেশিরভাগ ব্যবহারকারী যেই ভুলটা করে থাকে তা হলো তাদের কালার প্রিন্ট লাগবে কিন্তু কিছুদিন ব্যবহার করার পরে বিভিন্ন রকম সমস্যা ফেইস করে হেড নষ্ট হয়ে যায় কালির দাম বেশি মেনটেনাস খরচ বেশি ইত্যাদি। প্রথম দেখতে হবে আপনি কি ক্যাটাগরির ব্যবহারকারী ব্যক্তিগত ইউজার না প্রফেশনাল ইউজার। যদি ব্যক্তিগত ইউজার হয়ে থাকেন ডিসিশন নিতে হবে !
আপনি যদি প্রফেশনাল ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনার প্রয়োজন অনুযায়ী কালার প্রিন্টার নিতে পারেন রেনডম ব্যবহার করার জন্য।
যদি ব্যক্তিগত ইউজার হয়ে থাকেন ! ব্যক্তিগত ইউজের ক্ষেত্রে যদি কালার প্রিন্টার নেন কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। প্রতি সপ্তাহে যেন কিছু না কিছু প্রিন্ট হয় ,সেদিকে নজর রাখতে হবে, না হলে আপনার প্রিন্টারের হেড নষ্ট হয়ে যাবে এবং ভিতরে কালি সুকিয়ে নানা রকম সমস্যা ফেইজ করতে হবে । কম ব্যবহারের কারণে আপনাকে ভোগান্তি পোহাতে হবে। আপনার যদি কালার প্রিন্ট প্রয়োজন হয় তাহলে কালার প্রিন্ট গোলো দোকান থেকে প্রিন্ট দিয়ে নিতে পারেন। শুধু ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্টের জন্য আপনি লেজার প্রিন্টার ব্যবহার করেন মেনটেনেন্স খরচ কম লংজিভিটি ভালো। মাল্টি ফাংশন প্রয়োজন না হইলে দরকার নাই । যদি নিতেই হয় মাল্টি ফাংশন লেজার নিন লেজার ব্ল্যাক এন্ড হোয়াইট গুলো ।